নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শনাক্তের হার ৫ দশমিক ৬৮ শতাংশ।
শুক্রবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে ৪৫৭টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে ২৬ জনই নগরীর বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার (১৬ জুন) চট্টগ্রামে ১৬ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৭১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।
+ There are no comments
Add yours