মক্কায় ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, পৌঁছেছেন ১৫,৭২৪ জন

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

হজযাত্রীদের মধ্যে আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে দু’জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।   

তারা হলেন-  নোয়াখালী জেলার নুরুল আমিন (৬৪) ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির।

এর মধ্যে ১১ জুন BG3013 ফ্লাইটে সৌদি পৌঁছান জাহাঙ্গীর কবির। ওইদিনই মারা যান তিনি।

আর নুরুল আমিন মারা গেছেন গতকাল ১৬ জুন। মক্কা আল-মুকাররমায় মারা যান নুরুল আমিন। তার পাসপোর্ট নম্বর EF0758006।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য যে, মোট ৪২টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৪টি,

সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫টি।

হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ১২ হাজার ৩৩৯ জন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ),

অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে।

সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours