“আমার গাড়ি নিরাপদ” অ্যাপস্ ব্যবহার করে সিএনজি যাত্রীর হারানো ব্যাগ উদ্ধার

Estimated read time 1 min read
Ad1

লিটন দাশ শিবুঃ

মা আয়শা বেগম এর হারানো ব্যাগ খুঁজে পেতে ছেলে জাহাঙ্গীর ছুটে আসেন ওয়াশা মোড়ে কর্তব্যরত সার্জেন্ট তৌফিক এর কাছে।

অদ্য ১৭/০৬/২০২২খ্রিঃ তারিখ দুুুপুর ১১.০০ ঘটিকার সময় সিএনজি যোগে বায়েজিদ বোস্তামী থেকে,

এ. কে. খান যাওয়ার পথে ভুল ক্রমে সিএনজিতে আয়শা বেগম তার ব্যাগ রেখে নেমে যান।

উক্ত ব্যাগে আয়শা বেগম এর নগদ ১,৩৫০/- টাকা ও ১টি স্মার্ট মোবাইল ফোন সহ কিছু জামা কাপড় ছিল।

যখন ব্যাগ এর কথা মনে পড়ে তখন সিএনজি অন্যত্র চলে যায়।

পরবর্তীতে অনেক খোঁজাখুজির পর তার ছেলে জাহাঙ্গীর অদ্য ১৭/০৬/২০২২খ্রিঃ দুপুর ১২.৩০ ঘটিকার সময়, ওয়াশা মোড়ে ডিউটি করা কালীন সময়ে সার্জেন্ট তৌফিক’কে বিষয়টি জানালে দীর্ঘ সময়, অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যলোচনা করিয়া সিএসজি গাড়ির নাম্বার চট্টঃ মেট্রোঃ থ-১৩-২৬১৬ বের করতে সক্ষম হয়।

পরবর্তীতে মাননীয় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়, টিআই প্রশাসন অনিল বিকাশ চাকমা স্যার ও কম্পিউটার অপারেটর কং শাহীন এর সহযোগীতায় “আমার গাড়ি নিরাপদ” অ্যাপস্ এর ডাটাবেজ বের করে সিএনজি চালককে খুঁজে বের করেন এবং আয়শা বেগম এর হারানো ব্যাগ উদ্ধার করতে সক্ষম হন। অদ্য ১৭/০৬/২০২২খ্রিঃ তারিখ দুপুর ০২.৩০ ঘটিকার সময় আয়শা বেগমের ছেলে জাহাঙ্গীর এর হাতে তার হারানো ব্যাগ সহ টাকা ও স্মার্ট ফোন তুলে দেন।

এতে আয়েশা বেগম ও জাহাঙ্গীর মাননীয় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), টিআই প্রশাসন (ট্রাফিক-দক্ষিণ) স্যার সহ সকলের নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours