কাল‌কি‌নি‌তে শিক্ষক স‌মি‌তির ত্রি-বা‌র্ষিক স‌ম্মেলন অনুষ্ঠিত

Estimated read time 1 min read
Ad1

বি.এম.হা‌নিফ, কাল‌কি‌নি প্র‌তি‌নি‌ধিঃ

বাংলাদেশ শিক্ষক সমিতি কাল‌কি‌নি উপ‌জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকা‌লে কাল‌কি‌নি সরকা‌রি পাইলট ম‌ডেল বিদ্যালয় হল রু‌মে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব চন্দ্র বা‌ড়ৈর সভাপ‌তিত্বে উপ‌জেলা শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক মোঃ ম‌নিরুজ্জামান সরদা‌রের সঞ্চালনায় উৎসব মুখর প‌রি‌বে‌শের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। উ‌দ্বোধক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক মোঃ লাল‌মিয়া জমাদ্দার। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি মোঃ সৈয়দ আকমল হো‌সেন পিলু। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষক সমিতি সা‌বেক সভাপ‌তি আওলাদ হো‌সেন মাস্টার, প্রধান বক্তা ছিলেন কা‌লিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস কুদ্দুস। বক্তব্য রা‌খেন ক্রো‌কিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়া‌জ্জেম হো‌সেন, এনা‌য়েতনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম,আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান,কা‌লিগজ্ঞ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হা‌বিবুর রহমান। সম্মেলনে বক্তারা শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবি জানান। এই দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন।

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণের দাবী মানা না হলে আগামীতে আন্দোলনের কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারী দেন তারা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours