কুড়িগ্রামে ভাঙন কবলিত সারডোবে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

Estimated read time 1 min read
Ad1

 

ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার ভাঙন কবলিত সারডোব গ্রামের ২ শতাধিক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
শুক্রবার সকালে স্থানীয় আরডিআরএস বাজারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্য। এ সময় বিনামূল্যে সবজির বীজ ও মাস্ক বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুল হাই সরকার, সদর উপজেলা কৃষি অফিসার মো: জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো: ফিজানুর রহমান ও হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান উমর ফারুক উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এর আগে ভাঙন কবলিত সারডোবের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ভাঙা বাঁধ মেরামত, নদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহন, গৃহহীন মানুষ ও ক্ষতিগ্রস্থ কৃষকদের পূণর্বাসনে নানা উদ্যোগ নেয়ার কথা জানান।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours