একজন বাবা ১০০ শিক্ষকের সমান : বাবা দিবসে ইকবাল সোবহান

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

একজন বাবা ১০০ শিক্ষকের সমান। বাবা সন্তানের মাথার ওপর বটবৃক্ষের মতো, যার স্নেহ অবারিত ধারায় শুধুই সন্তানের জন্য।

‘বেসরকারি এনজিও লাইট হাউসের আয়োজনে ও ইউএসএআইডি সুখী জীবন প্রকল্প’, পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায়,

আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষে আয়োজিত মিডিয়া অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এসব কথা বলেন।

সভায় ইকবাল সোবহান চৌধুরী বলেন,

আজকের শিশু আগামী দিনের পিতা। তাই সন্তানের কৈশোরকালীন বন্ধু হয়ে তাদের পাশে থেকে বড় করার আহ্বান জানাই।

লাইট হাউসের নির্বাহী প্রধান মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্পাদক ফোরামের সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার, লাইট হাউসের পরিচালক মো. সালাউদ্দিন।

সভায় জানানো হয়, বাবা দিবস পালনের জন্য লাইট হাউস বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।

এর মধ্যে প্রচারণার জন্য উপকরণ-পোস্টার, লিফলেট তৈরি ও বিতরণ, মিডিয়া অ্যাডভোকেসি,

স্থির র‌্যালি, যানবাহন (ট্রাক) সজ্জিত করে সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে প্রচারণা ও গম্ভীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া লাইট হাউস ঢাকা সিটি করপোরেশন (উত্তর এবং দক্ষিণ) ও গাজীপুর জেলায় বাস্তবায়নে দিবসের তাৎপর্য

এবং বাবার অবদানের স্বীকৃতি প্রদানের জন্য টিভি টকশোর আয়োজন, অনলাইন সেমিনার।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours