নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের আকবর শাহ থানার ১ নং ঝিলের বরিশাল ঘোনা এলাকায় অতি ঝুঁকিপূর্ণ ১২০টি স্থাপনা রোববার ( ১৯ জুন) উচ্ছেদ করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (১৮ জুন) দুপুরে আকবর শাহ থানার পাহাড় ধসে নিহতের স্থান পরিদর্শন শেষে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
পাহাড়ে ঝুঁকিপূর্ণ সব স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
চট্টগ্রামের আকবর শাহ এলাকার ঝুঁকিপূর্ণ স্থানে হাজার হাজার মানুষ বসবাস করছে।
প্রতিবছরই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়, এরপর আবার এখানে এসে বসতি স্থাপন শুরু করে তারা।
জেলা প্রশাসক বলেন, আমরা শনিবার সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাকবলিত এলাকার আশপাশে পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ বসতিগুলো চিহ্নিত করেছি।
অতি ঝুঁকিপূর্ণ ঘরগুলো থেকে বিদ্যুৎসহ সকল প্রকার সার্ভিস বন্ধ করে দেব।
যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ আছে এমন ১২০টি ঘর আগামীকাল রোববার উচ্ছেদ করব।
এ ছাড়া তিনি বলেন, ঝুঁকিপূর্ণভাবে অবস্থানকারীদের মালামাল সরিয়ে নিতে বলেছি।
যাদের উচ্ছেদ করা হবে তাদের পুনর্বাসন করা হবে না। কারণ যারা এখানে থাকেন প্রত্যেকেই ভাড়াটিয়া।
+ There are no comments
Add yours