নিজস্ব প্রতিবেদকঃ
গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৩৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি বেড়েই চলছে।
বিষয়টি খবর বাংলাকে নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক আবদুল মান্নান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৩৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যমুনার সঙ্গে ব্রহ্মপুত্র নদের পানিও বাড়ছে। এতে নতুন এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
ইসলামপুরের বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক জানান,
তাদের ইউনিয়নের অধিকাংশ গ্রাম ও অসংখ্য বাড়ি-ঘর ও সড়ক পানিতে তলিয়ে গেছে।
জামালপুরের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান,
বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours