নিজস্ব প্রতিবেদকঃ
বন্যাদুর্গত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান সমূহকে (স্কুল ও কলেজ) অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শনিবার (১৮ জুন) মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বন্যাকবলিত এলাকার দুর্গত জনগণের নিরাপদ আশ্রয় প্রদানের লক্ষ্যে নিকটস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো,
অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, টানা ভারী বর্ষণ আর ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের প্রায় ৯০% এলাকা পানির নিচে তলিয়ে যায়।
দুই জেলায় স্মরণকালের ভয়াবহতম বন্যা দেখা দেয়। লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হচ্ছে।
এ অবস্থায় আক্রান্ত এলাকায় উদ্ধার তৎপরতা ও খাদ্য সহায়তায় যোগ দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী, পাশপাশি ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশের বিভিন্ন ইউনিট।
+ There are no comments
Add yours