বন্যা পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী ১৪০ মেডিকেল টিম গঠন

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

বন্যার কারণে সারা দেশে ১৪০টি মেডিকেল টিম (চিকিৎসা দল) গঠন করা হয়েছে।

ঢাকায় গঠিত একটি সমন্বয় কমিটির তত্ত্বাবধায়নে দলের সদস্যরা প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে গিয়ে স্বাস্থ্যসেবা দেবেন।

শনিবার (১৮ জুন) বিকেলে মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

পৃথক কমিটি গঠন করা হয়েছে সিলেটেও জেলা ও উপজেলায়।

সেই কমিটির মধ্যে সিভিল সার্জন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, চিকিৎসক, নার্সসহ ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিটির সবাই মিলে স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, সব নিয়ে যাচ্ছেন।

রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকা, স্পিডবোটসহ যেকোনো বাহনের মাধ্যমে তারা মানুষকে সেবা দিচ্ছেন।

মন্ত্রী আরও বলেন, দেশে আবার করোনার সংক্রমণ বাড়ছে। করোনা নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে।

মাস্ক পরতে হবে এবং টিকা না নিলে অবশ্যই টিকা নিতে হতে হবে।

এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমানের সভাপতিত্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমূর রহমান দুর্জয়,

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন,

সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours