
নিজস্ব প্রতিবেদকঃ
নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যাচাইয়ের সুযোগ দিচ্ছে ইসি।
এজন্য তিন ধাপে এসব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান নিশ্চিত করেন, রোববার ১৩টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ (১৯জুন) বিকেল ৩টায় এই ১৩ রাজনৈতিক দলের ইভিএম যাচাইয়ে আসার কথা রয়েছে।
এছাড়া, নির্বাচন কমিশন ইতোমধ্যে নিবন্ধিত দলগুলোর সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছে।
এক্ষেত্রে দলগুলো চার সদস্যের কারিগরি টিম/প্রতিনিধি পাঠাতে পারবে।
তিনি জানান, আগামী ১৯, ২১ ও ২৮ জুন প্রতিদিন ১৩টি করে নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এক্ষেত্রে তিন দিনে ৩৯টি দল ইভিএম দেখার সুযোগ পাবে।
১৯ জুন যারা ইসিতে আসার আমন্ত্রণ পেয়েছে
- জাতীয় পার্টি
- জাতীয় পার্টি-জেপি
- কৃষক শ্রমিক জনতা লীগ
- বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি
- বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি
- জাকের পার্টি
- বাংলাদেশ মুসলিম লীগ
- গণফোরাম
- গণফ্রন্ট
- বাংলাদেশ জাতীয় পার্টি
- বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ
- জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম
- বাংলাদেশ কংগ্রেস
২১ জুন যারা ইসিতে আসার আমন্ত্রণ পেয়েছে
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
- জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি
- বাংলাদেশ খেলাফত আন্দোলন
- ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি
- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
- বাংলাদেশ কল্যাণ পার্টি
- ইসলামী ঐক্যজোট
- বাংলাদেশ খেলাফত মজলিস
- ইসলামী আন্দোলন বাংলাদেশ
- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
- খেলাফত মজলিস
- বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল
২৮ জুন যারা ইসিতে আসার আমন্ত্রণ পেয়েছে
- বাংলাদেশ আওয়ামী লীগ
- বাংলাদেশ তরিকত ফেডারেশন
- বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল
- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
- লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি
- গণতন্ত্রী পার্টি
- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
- বিকল্প ধারা বাংলাদেশ
- জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ
- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ
- বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ
- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
- বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
                         
                 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                
+ There are no comments
Add yours