সোমবার থেকে কার্যকর হচ্ছে রাত ৮টার পর মার্কেট বন্ধ রাখার নির্দেশ

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

সোমবার (২০ জুন) থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত আটটার পর সারা দেশে দোকানপাট, বিপণিবিতান ও কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশ কার্যকর হবে। 

রোববার (১৯ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৈঠকে বসে আমরা সবাই একমত পোষণ করেছি, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, তা আমাদের আইনেও আছে। এর প্রতিপালন কাল থেকেই শুরু হবে।

বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিরা একটি দাবির কথা বলছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন-

আগামী ১০ জুলাই কোরবানি ঈদ। এ জন্য ১ জুলাই থেকে ১০ জুলাই রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছেন।

এ প্রস্তাব সামারি (সারাংশ) আকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী জানান-

নিম্নোক্ত দোকান ও অফিস রাত ৮টার পরও খোলা রাখা যাবেঃ

  • তরি-তরকারি, মাংস, মাছ
  • দুগ্ধজাতীয় সামগ্রী
  • রুটি, পেস্ট্রি, মিষ্টি
  • ফুল বিক্রির দোকান
  • ওষুধ-অপারেশন সরঞ্জাম, ব্যান্ডেজ অথবা চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রীর দোকান
  • দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির দোকান
  • তামাক, সিগারেট, পান-বিড়ি, বরফ, খবরের কাগজ, সাময়িকী বিক্রির দোকান
  • দোকানে বসে খাওয়ার (হালকা) নাশতা বিক্রির খুচরা দোকান
  • খুচরা পেট্রোল বিক্রির জন্য পাম্প
  • মেরামত কারখানা নয় এমন মোটর গাড়ির সার্ভিস স্টেশন
  • নাপিত এবং কেশ প্রসাধনীর দোকান
  • যে কোনো ময়লা নিষ্কাশন অথবা স্বাস্থ্য ব্যবস্থা
  • যে কোনো শিল্প, ব্যবসা বা প্রতিষ্ঠান যা জনগণকে শক্তি আলো-অথবা পানি সরবরাহ করে
  • ক্লাব, হোটেল, রেস্তোরাঁ, খাবার দোকান
  • সিনেমা অথবা থিয়েটার
  • ডক, জেটি, স্টেশন অথবা বিমানবন্দর
  • পরিবহন সার্ভিস টার্মিনাল অফিস

এর আগে, ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকের সই করা চিঠিতে রাত আটটার পর সারা দেশে দোকানপাট, বিপণিবিতান ও কাঁচাবাজার খোলা না রাখার নির্দেশ দেওয়া হয়।

এ নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের চিঠি দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়।

ওই চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী সানুগ্রহ নির্দেশনা দিয়েছেন।

এ লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪ ধারার বিধান কঠোরভাবে প্রতিপালনপূর্বক সারা দেশে রাত আটটার পর দোকানপাট, শপিংমল, মার্কেট, কাঁচাবাজার ইত্যাদি খোলা না রাখার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours