নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রোববার (১৯ জুন) পরিদর্শনকালে সেনাবহিনী প্রধান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক
ও নিকটবর্তী বন্যাকবলিত এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং বন্যা কবলিত মানুষদের সঙ্গে কথা বলেন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়-
এসময় সেনাবহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নিরলসভাবে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখা,
জরুরি ত্রাণকার্য পরিচালনা, চিকিৎসা সহায়তা প্রদান এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মকভাবে আত্মত্যাগের মাধ্যমে সহায়তার নির্দেশনা প্রদান করেন।
সেনাবাহিনী প্রধান উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক,
সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হামিদুল হক, সিলেট জেলার পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মীরা।
নেত্রকোনার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার প্রেক্ষাপটে শনিবার (১৮ জুন) ঘাটাইল অঞ্চল থেকে ১৯ পদাতিক ডিভিশনের ১২৫ জন সেনাসদস্য নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সহায়তা প্রদানের জন্য মোতায়েন রয়েছে।
+ There are no comments
Add yours