এম হেলাল উদ্দিন নিরব
চন্দনাইশ- চট্টগ্রাম
গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে চন্দনাইশ উপজেলার দু’টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের নিম্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।যার প্রভাবে উপজেলার বরমা ইউনিয়নের চর-বরমা, কেশুয়া এলাকা ও বরকল ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের নিমাঞ্চলের কাচা রাস্তা ডুবে গিয়ে প্রায় দুই শতাধিক পরিবার জলবদ্ধতার কারণে পানিবন্ধী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। নিমাঞ্চলের অনেকে ঘর বাড়ী ছেড়ে অন্যত্র আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। বর্ষণের ফলে পাহাড় থেকে নেমে আসা ঢলে পানি শঙ্খ নদী ও সাতছড়িখালে দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
উপজেলার বরমা, বরকল, জোয়ারা, হাশিমপুর বড়পাড়া, জামিরজুরি এলাকার নিমাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। জলবদ্ধতার কারণে পানি চারিদিকে থৈ থৈ করছে।
এ ছাড়া কয়েকদিনের টানা বর্ষণের কারণে জনজীবন বিপদযস্থ হয়ে পড়েছে। ঘর হতে বের হতে না পেড়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। ব্যবসা–বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে।
উপজেলার ধোপাছড়ি, হাসিমপুর, দিয়াকুল, বৈলতলী, চাগাচর ও জামিজুরীর বিস্তৃর্ণ এলাকা জুড়ে বেগুন, বরবটি, শাক, ঢেড়শ, ঝিগা, করলা চাষাবাদের জন্য প্রসিদ্ধ।
প্রতিবছর এসব সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ হয়ে থাকে। কয়েকদিনের টানা বর্ষণে কৃষকদের উৎপাদিত সবজি জলবদ্ধতার কারণে ক্ষেতে পচন ধরতে পারে বলে বলে জানান এলাকার কৃষক আবদুল্লাহ ও আবদুল গফুরসহ অনেকে ।
এছাড়া চলতি বোরো মৌসুমে জমিতে কৃষকের পাকা ধানও বিনষ্ট হতে পারে বলে মনে করেন কৃষকরা। যা মাথার ঘাম পায়ে পেলে উৎপাদন করেছিল এসব বোরো ধান।
অপর দিকে বৃষ্টি অব্যাহত থাকলে এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা ।
+ There are no comments
Add yours