নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের প্রথম পুলিশ জাদুঘর হিসেবে পরিচিতি লাভ করেছে ‘বাংলাদেশ পুলিশ জাদুঘর’।
পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে লালমনিরহাটের হাতীবান্ধা থানার পরিত্যক্ত পাকা ভবনে গড়ে তোলা হয়েছে ‘বাংলাদেশ পুলিশ জাদুঘর’।
১৯১৬ সালে নির্মিত পরিত্যক্ত ভবনটি ঐতিহাসিক দালানকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের উপস্থিতিতে আগামী ২২ জুন জাদুঘরটি উদ্বোধন করার কথা রয়েছে।
বাংলাদেশ পুলিশ জাদুঘর লালমনিরহাটের কাজ সম্পন্ন।
২০২০ সালের ১৫ জানুয়ারি এই জেলায় প্রথম নারী এসপি হিসেবে যোগ দেন আবিদা সুলতানা। এরপর তিনি জেলার পাঁচটি থানা ঘুরে দেখেন।
আবিদা সুলতানা ঢাকার বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা কমিটির সদস্যসচিব ছিলেন।
নিজ অভিজ্ঞতা কাজে লাগিয়ে হাতীবান্ধা থানার পরিত্যক্ত পাকা ভবনে বাংলাদেশ পুলিশ জাদুঘর, লালমনিরহাট স্থাপনের কাজ হাতে নেন।
হাতীবান্ধা থানায় চোখে পড়া প্রাচীন থানা ভবনটি না ভেঙে বা নিলামে না তুলে কীভাবে ভবনটিকে ঐতিহ্য হিসেবে রক্ষা করা যায়, তা নিয়ে শুরু হয় তার সুদূরপ্রসারী ভাবনাচিন্তা।
পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, বাংলাদেশ পুলিশ জাদুঘর আগামী ২২ জুন উদ্বোধন করার কথা রয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
ইতিমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ।
পুলিশ জাদুঘরের নির্মাণের সিদ্ধান্ত কেন নিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্রিটিশ আমল থেকেই পুলিশের অনেক কৃতিত্ব রয়েছে।
নতুন প্রজন্মের শিক্ষার্থীরা অনেক কিছুই জানে না। তাই থানার পরিত্যক্ত ভবনকে পুলিশ জাদুঘর বানানোর সিদ্ধান্ত নিয়েছি।
জাদুঘরটি উদ্বোধনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
শিক্ষার্থীসহ দেশ-বিদেশের সব দর্শনার্থী ইতিহাস-ঐতিহ্য জানতে এটি দেখতে পারবেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন-
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্যার আসবেন, তাই সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো উপজেলায়।
এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা।
বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কঠোর নজরদারি করবেন বলেও তিনি জানান।
+ There are no comments
Add yours