নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ২

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁ বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আরও দুই কৃষক আহত হয়েছেন যাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের রাজশাহী-নওগাঁ মহাসড়কের চোদ্দমাইল মোরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন-

  • তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের সেফাতুল্লার ছেলে জমশেদ আলী (৩৫)
  • জুম্মুন আলীর ছেলে জেহের আলী (৭০)

এ ঘটনায় আহতরা হলেন-

  • কচিমুদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (৭০)
  • ফরহাদ হোসেনের ছেলে আসলাম (৪৫)

স্থানীয়রা জানান, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চোদ্দমাইল জয় ফিলিং স্টেশনের পেছনের জমিতে জমশেদ আলী, জেহের আলী, তৌহিদুল ইসলাম ও আসলামসহ কয়েকজন কৃষক ধান রোপনের কাজ করছিলেন।

এ সময় হঠাৎ করে আকাশ কালো হয়ে যায় এবং বৃষ্টি শুরু হয়। তারা কাজ রেখে আশ্রয়ের জন্য চোদ্দমাইল মোড়ে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জমশেদ আলী ও জেহের আলী মারা যান।

ওই সময় আহত দুজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours