নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) খুলনা বিভাগীয় পরিচালকের দায়িত্ব পেয়েছেন আলোচিত বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলম।
কর্মকর্তা মাসুদ আলমকে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও’।
যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলম সাড়ে ৫ বছর আগে মিরপুর সার্কেল অফিসের উপপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার (২১ জুন) বিআরটিএ যশোর সার্কেল নামক একটি ফেসবুক পেজের এক পোস্টে পদোন্নতি পেয়ে পরিচালক হওয়ার তথ্য জানানো হয়।
ওই ফেসবুক পোস্টে বলা হয়-
‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) এর দায়িত্ব গ্রহণ করায় প্রকৌশলী মো. মাসুদ আলম স্যারকে বিআরটিএ যশোর ও নড়াইল সার্কেলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।’
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৮ জানুয়ারি বিআরটিএর মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।
পরিদর্শনকালে সড়কমন্ত্রীর সঙ্গে তখন ছিলেন বিআরটিএ মিরপুর অফিসের উপ-পরিচালক মাসুদ আলম।
সেবাগ্রহীতাদের কাছে থেকে অভিযোগ শুনে সড়কমন্ত্রী তখন মাসুদকে লক্ষ্য করে বলেছিলেন,
‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। তুমি কি এখানে আবার পুরানো খেলা শুরু করেছ? তুমি কি কোনোদিনও ভালো হবে না?’
তারপর থেকে আলোচনায় উঠে আসেন মাসুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বছরও আলোচনায় ছিলেন মাসুদ।
একজন অন্যজনকে লক্ষ্য করে প্রতিক্রিয়া দিয়েছেন- ‘মাসুদ, তুমি কি ভালো হবা না?’
+ There are no comments
Add yours