ফটিকছড়ির এমপির বিরুদ্ধে কটুক্তির অভিযোগে বাগানবাজারের পাঁচ বারের সাবেক চেয়ারম্যান রুস্তম আলী কারাগারে।
ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে গেছেন ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের সাবেক পাঁচ বারের চেয়ারম্যান ও উত্তরজেলা আওয়ামীলীগের সদস্য রুস্তম আলী।
মূলতঃ ৮ এপ্রিল ২০২০ সালে ভূজপুর থানায় বাংলাদেশ তরিকত ফেডারেশনের রাজনৈতিক কর্মী ওমর ফারুক উনার সংগঠনের চেয়ারম্যান
ও ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকে নিয়ে উক্ত রুস্তম আলী কটুক্তি করার প্রতিবাদে মামলাটি করেছিলেন।
সর্বশেষ ২১ জুন মঙ্গলবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল’র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে
রুস্তম আলী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নাকচ করে দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান রুস্তম আলী বাগানবাজার ইউনিয়নের বড়বিল মতিন নগর জামে মসজিদের মাঠে ২০২০ সালের ১৬ই জানুয়ারী রাতে তাফসীরুল কোরআন মাহ্ফিলে সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ও কুরুচীপূর্ণ বিভিন্ন বিরুপ মন্তব্য করে বক্তব্য রাখেন। যা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরবর্তিতে তরিকত কর্মী ওমর ফারুক বিষয়টি নিয়ে দলের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে ভূজপুর থানায় এজহার দায়ের করেন।
সে সময়ের থানার ওসি শেখ আব্দুল্লাহ ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/৩১ ধারায় মামলাটি নথিভুক্ত করেন।
মামলা নং-০৫ তাং ০৮/০৪/২০২০।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান রুস্তম আলীকে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের তীব্র নিন্দা জ্ঞাপন।
উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা, বাগান বাজার ইউনিয়ন পরিষদ থেকে ৫ বার নির্বাচিত চেয়ারম্যান রুস্তম আলীকে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর মিথ্যা আইসিটি মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্তে মুক্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন-
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ব্যরিস্টার তানজিবুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হালিম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর মোর্শেদ ফিরোজ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আখতার উদ্দীন মাহমুদ পারভেজ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র মোহাঃ ইসমাইল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য হাসিবুন সোহাদ চৌধুরী সাকিব।
অন্যান্যদের মধ্যে বিবৃতি প্রদান করেন, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম রহমান,
সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ ও ফটিকছড়ির ১৮টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,
সাধারণ সম্পাদক এবং ২টি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ফটিকছড়ি উপজেলা কৃষকলীগ, ফটিকছড়ি উপজেলা আওয়ামী যুবলীগ,
ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছসেবক লীগ, ফটিকছড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগ, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের
নেতৃবৃন্দ প্রবীণ আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান রুস্তম আলী চেয়ারম্যানকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবী জানান।
+ There are no comments
Add yours