নুরুল আবছার নূরীঃ
ফটিকছড়ির জাফতনগর ইউনিয়নের জাহানপুর এলাকার একটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
একাধিক অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাব্বির রহমান সানি।
এ সময় দোকানে বিক্রয়ের উদ্দেশ্যে রক্ষিত বিভিন্ন প্রকারের পণ্যের গায়ে কোম্পানি কর্তৃক মুদ্রিত প্রকৃত মূল্যের উপর দোকানদার কর্তৃক ফ্লুইড ও কলমের কালি ব্যবহার করে অতিরিক্ত মূল্য লিখিত বেশ কিছু পণ্য পাওয়া যায়। পণ্যসমূহের মধ্যে রয়েছে ভিম লিকুইড বোতল, ভিম লিকুইড প্যাক, বিভিন্ন ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার, বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধি সাবান, হুইল সাবান, সয়াবিন তেল ইত্যাদি। বিধিমোতাবেক জব্দ তালিকা প্রস্তুতপূর্বক বর্ণিত পণ্যসমূহ জব্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তি দোকানদার সুবল বড়ুয়ার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এবং অপরাধী তার দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা-৪০ মোতাবেক তাকে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয় এবং বিধিমোতাবেক উক্ত অর্থ আদায় করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জাফতনগর ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দীন জিয়া, পুলিশ এবং আনসার সদস্যগণ।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাববির রহমান সানি খবর বাংলার প্রতিনিধিকে জানান
+ There are no comments
Add yours