নুরুল আবছার নূরীঃ
বিদায়ী এসিল্যান্ডের পর দেড় মাসের বেশি সময় ধরে শূণ্য থাকা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এটিএম কামরুল ইসলাম।
বুধবার (২২ জুন) তিনি কর্মস্থলে যোগ দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাব্বির রাহমান সানিসহ প্রশাসনের কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
৩৬ তম বিসিএস’র প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে এর আগে সহকারী কমিশনার ভূমি হিসেবে ভূমি মন্ত্রণালয় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাকে ন্যস্ত করে।
বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে গত ২১ জুন তাকে এসিল্যান্ড ফটিকছড়ি হিসেবে পদায়ন করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কক্সবাজারের কৃতি সন্তান এটিএম কামরুল ইসলাম চাকরি জীবনে-
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়, বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন।
এছাড়াও শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় (আরআরআরসি) কক্সবাজারে ক্যাম্প ইনচার্জ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
+ There are no comments
Add yours