
নিজস্ব প্রতিবেদকঃ
প্রাইভেট কার থামিয়ে ছাগল চুরি করে পালাতে গিয়ে জনগণের ধাওয়ার সম্মুখীন হয়েছে গাড়িচালক ও সংশ্লিষ্টরা।
বুধবার (২২ জুন) দুপুরে রংপুর সদর উপজেলার কেশবপুর বানিয়াপাড়া এলাকায় এমন ঘটনা ঘটেছে।
জনতার হাতে গণপিটুনির ভয়ে গাড়ি ও ছাগল রেখেই পালিয়েছেন তারা।
রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান-
বুধবার দুপুরে রংপুর সদর উপজেলার কেশবপুর বানিয়াপাড়া এলাকায় একটি প্রাইভেট কার রাস্তায় ব্রেক করে কয়েকটি ছাগল চুরি করে গাড়ি রেখে পালিয়ে যায়।
পরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকার ও ৫টি ছাগল উদ্ধার করে থানায় নেয়।
স্থানীয়রা বলেন, ছাগল চুরি করে পালানোর সময় গাড়িটি থামানোর জন্য একটি মোটরসাইকেল দিয়ে গতিরোধের চেষ্টা করা হয়।
এ সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে তারা পালিয়ে যায়।
এ সময় রাস্তায় থাকা আরও একটি ছাগলকে পিষ্ট করে গাড়িটি। এতে ঘটনাস্থলেই ছাগলটি মারা যায়।
উদ্ধার হওয়া ৫টি ছাগল ও গাড়ি থানায় রয়েছে। গাড়ির মালিক ও ঘটনার সংশ্লিষ্টদের ধরতে অভিযান অব্যাহত আছে।
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
                         
                 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                
+ There are no comments
Add yours