নিজস্ব প্রতিবেদকঃ
নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু নিয়ে বাংলাদেশের সাহসের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
বৃহস্পতিবার (২৩ জুন) রাতে নিয়ে ‘রাষ্ট্রদূতের সঙ্গে এক মিনিট’ অনুষ্ঠানে এ প্রশংসা করেন তিনি।
চীনা রাষ্ট্রদূত বলেন-
‘সেতুটি আমার কাছে সাহসের একটি প্রতীক। স্বল্পোন্নত দেশ বাংলাদেশ এমন সেতু নির্মাণ করতে পারবে কি না তা নিয়ে সংশয় ছিল।
তারপরও বাংলাদেশের মানুষ তাদের স্বপ্ন অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। আজ সেতুটি শুধু বাস্তবায়নই হয়নি, বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এর শতভাগ নির্মিত হয়েছে।
এতে প্রতীয়মান হয় যে, যদি সাহসের কোনো সীমা না থাকে, তবে আকাশ তার সীমা।’
লি জিমিং আরো বলেন-
‘পদ্মা সেতু একটি সংকল্পের প্রতীক। সেতুটি নির্মাণে সময় লেগেছে আট বছর।
নদী হয়তো হাজার বছর ধরে বহমান, কিন্তু এর চেয়ে বেশি টেকসই হলো সেই মানুষদের অধ্যবসায়, যারা একদম শূন্য থেকে সেতুটি তৈরি করেছে।’
+ There are no comments
Add yours