আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৩০ জন জেলেকে বিণামূল্যে ১টি করে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’র আওতায় ১৫ জন সুফলভোগী জেলের মাঝে ১টি করে ১৫ টি ও দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’র আওতায় ১৫ জন সুফলভোগী জেলের মাঝে ১টি করে মোট ৩০ জন সুফলভোগী নিবন্ধিত অসহায় জেলেদের বিকল্প কর্মসংস্থান এর উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এ-উপলক্ষে নলছিটি চায়না মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার’র সভাপতিত্বে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান, জেলা মৎস সম্পদ কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সদা বেগম, উপজেলা আ’লীগ’র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ও পৌর কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরীর, মৎস্য সম্পদ কর্মকর্তা সাইয়েদা, শিক্ষা অফিসার রুহুল আমিন, যুব উন্নয়ন অফিসার মাহমুদ আলম জোমাদ্দার, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান এ্যাডঃ মাহবুবুর রহমান সেন্টু প্রমুখ।
এময় সুবিধাভোগী জেলেরা ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শুশিল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours