পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সিএমপি ট্রাফিক(দক্ষিণ) এর রোড ম্যাপ নির্দেশনা

Estimated read time 1 min read
Ad1

সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে- আগামী ২৫শে জুন ২০২২খ্রিঃ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানমালা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্যে সিএমপি ‘র ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক প্রণীত ট্রাফিক ব্যবস্থাপনায় নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

cmp-rooad-plan-25th-june

এ ব্যবস্থার অংশ হিসেবে- ১. আগামী ২৫শে জুন ২০২২খ্রিঃ তারিখ নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিতব্য পদ্মা সেতু শুভ উদ্বোধন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সকাল ০৮.০০ ঘটিকা হতে রাত্রে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত স্টেডিয়াম কেন্দ্রিক ইস্পাহানী মোড় হতে কাজির দেউরী, কাঠের বাংলো হতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়, আটমার্সিং হতে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয় মোড়, নেভাল ক্রসিং মোড় হতে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয় মোড় সড়কে সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং প্রয়োজন সাপেক্ষে ডাইভারশনের মাধ্যমে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে।

২. অনুষ্ঠানে আগত যানবাহন সমূহ (১) ইস্পাহানী মোড়, (২) কাজির দেউরী, (৩) নেভাল ক্রসিং ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবে এবং পরবর্তী প্রধান পার্কিং স্থান সিআরবি সড়কে ও জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে পার্কিং করতে পারবে।

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের জন্য সন্মানিত নগরবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours