নিজস্ব প্রতিবেদকঃ
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে নানা কর্মসূচির অংশ হিসেবে নগরীর জামালখান মোড়ে সেতুর রেপ্লিকা স্থাপন করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
শনিবার (২৫ জুন) সকাল থেকে এই সেতু (রেপ্লিকা) দেখতে অনেককেই ভিড় করতে দেখা গেছে।
সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে বর্ণিল শোভাযাত্রার আয়োজন করা হয়।
বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন-
আজ আমরা সবাই আনন্দিত, উদ্বেলিত। বাঙালি বীরের জাতি এটি পদ্মা সেতু করার মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে।
শনিবার সকালে এম.এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে ‘স্বপ্নের পদ্মা সেতু : বাংলাদেশের সাহসের প্রতীক’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কমিশন অফিস।
এদিকে আজ বিকেলে কনসার্টের আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
বিকেল ৪টায় এম এ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেশিয়াম মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছে।
এতে অংশ নেবে ব্যান্ড আর্টসেল, তিরন্দাজ, নাটাই ও সাসটেইন। রাতে থাকবে আতশবাজির প্রদর্শনী।
+ There are no comments
Add yours