‘আগামী বছর থেকে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণিতে কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু হবে। তোমাদেরকে ক্লাসের পড়া ক্লাসেই শিখতে হবে, শিখতে হবে সুন্দর সমাজ ব্যবস্থা, দেশপ্রেম শিখতে হবে, দেশের আইনি শিখতে হবে। নতুন কারিকুলামে সোনার বাংলায় কীভাবে সোনার মানুষ হবো তা শিখতে হবে।’
শনিবার (২৫ জুন) বাবুরহাট উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে চাঁদপুর সদর উপজেলা টুর্নামেন্ট কমিটির আয়োজনে-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা বিজয়ী জাতির বিজয়ী সন্তান। আজ আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হয়েছি।
স্বাধীনতার পর আমাদের আরও একটি বিজয় এটি। ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
+ There are no comments
Add yours