নিজস্ব প্রতিবেদকঃ
আজ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি মানবিক আচরণের সাক্ষী হলো পুরো দেশ।
শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচরে আয়োজিত জনসভার মঞ্চ তৈরি করা হয় পদ্মা সেতুর আদলে।
মঞ্চে সেতুকে আরও জীবন্ত রূপ দিতে জলাধারের ওপর এটি নির্মাণ করা হয়।
মঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্যের শেষের দিকে পানিতে নেমে এক কিশোরী সাঁতরে এগিয়ে যেতে থাকে মঞ্চের দিকে।
এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দিতে গেলেও মঞ্চের সামনে থাকা দলটির জ্যেষ্ঠ নেতারা মানা করেন।
বক্তব্য শেষের পর প্রধানমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে সেই কিশোরীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী।
এমন আচরণের প্রশংসা করছেন দলটির নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর ওই কিশোরীকে সরিয়ে নিয়ে যান পুলিশের নারী সদস্যরা। পুরো আলাপচারিতা তখন বিভিন্ন টেলিভিশনে লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখে দেশবাসী। এরপর ওই ভিডিওর একটি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তুমুল আলোচনা। যেখানে অনেকেই প্রধানমন্ত্রীর মানবিক আচরণের প্রশংসা করেন।
+ There are no comments
Add yours