নিজস্ব প্রতিবেদকঃ
গত ২০ জুন গোপনে কোনো ধরনের টেন্ডার প্রক্রিয়া ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে ঢোকানো হয়েছে ১০ লক্ষাধিক টাকার মালামাল।
এই কাণ্ডে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে জিমনেসিয়ামের দুজন কর্মকর্তার বিরুদ্ধে।
জানা গেছে, টেন্ডার ছাড়াই গত ২০ জুন জিমনেসিয়াম আধুনিকায়নের নামে বিভিন্ন ধরনের সরঞ্জাম ঢোকানো হয়।
সম্প্রতি জিমনেসিয়ামের আধুনিকায়নে ১০ লাখ টাকা অনুদান দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই টাকায় এসব মালামাল কেনা হয়েছে।
এদিকে কেনাকাটার ৬ দিন পর ২৬ জুন নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ হয়।
শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. নুরুল ইসলাম বাবু বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ২২ জুন।
এতে শরীরচর্চা শিক্ষা বিভাগের জন্য ১৫ আইটেম মালামাল কিনতে ৭ দিনের মধ্যে দরপত্র আহ্বান করা হয়।
কেনাকাটার পর বিজ্ঞপ্তি প্রকাশে অনিয়মের বিষয়টি সামনে আসে। এরপর ওই দিনই সরিয়ে ফেলা হয় বিজ্ঞপ্তি। তখন থেকেই ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন সংশ্লিষ্টরা।
জিমনেশিয়ামের কেনাকাটায় অনিয়মের বিষয়ে জানতে চাইলে ক্রয় কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, দরপত্র আহ্বান না করেই কেনাকাটা হয়েছে। অনিয়মের অভিযোগ পেয়ে তিনি কেনাকাটার নথিপত্র চেয়েছেন। শনিবার (০২ জুলাই) বিষয়টি নিয়ে বসার কথা রয়েছে।
+ There are no comments
Add yours