
নিজস্ব প্রতিবেদকঃ
সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে ওয়াবেটাইনফো। তাদের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এবার থেকে দুই দিন ১২ ঘণ্টা পর্যন্ত ডিলিট ফর এভরিওয়ান ফিচার ব্যবহার করা যাবে। এ হিসেবে প্রায় ৩৬ ঘণ্টা পর্যন্ত অপর প্রান্তের ব্যক্তিকে পাঠানো মেসেজ ডিলিট করা সম্ভব।
হোয়াটসঅ্যাপের ডিলিট ফর এভরিয়ান ফিচারের মাধ্যমে কোনো মেসেজ ভুল করে পাঠালে তা ডিলিট করা সম্ভব।
বর্তমানে ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড সময়ের মধ্যে যাকে মেসেজ করছেন তার কাছ থেকে টেক্সট, ইমেজ বা ভিডিও ডিলিট করা সম্ভব।
তারপর আর সম্ভব নয়।
কিন্তু নতুন আপডেট অনুযায়ী এবার থেকে দুদিনেরও বেশি সময়ের মধ্যে ডিলিট ফর এভরিয়ান ফিচার ব্যবহার করা সম্ভব।
পুরো প্রক্রিয়াটির জন্য কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে বিটা টেস্টারদের কাছে নতুন এই আপডেট পাঠানো হয়েছে।
তবে ঠিক কবে থেকে সব ব্যবহারকারীদের কাছে এই ফিচার পাঠানো হবে সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
                         
                 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                
+ There are no comments
Add yours