নিজস্ব প্রতিবেদকঃ
সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দেওয়া বক্তব্যকে মিথ্যাচার উল্লেখ করে-
প্রতিবাদ জানানোর পাশাপাশি তার পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার (২ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংখ্যালঘু শিক্ষকদের ওপর হামলা ও পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে মন্ত্রীর পদত্যাগ চান সংগঠনটির নেতারা।
পদত্যাগ না করলে ভোট বর্জন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।
বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ, সনাতন সংগঠনসহ বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের সদস্যরা সমাবেশে অংশ নেন।
সমাবেশ থেকে ১৬ জুলাই বিকেল তিনটায় সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
পরে একটি বিক্ষোভ মিছিলটি তোপখানা সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
+ There are no comments
Add yours