চট্টগ্রাম বন্ড কমিশনারেটের ৯৭৯ কোটি টাকার রাজস্ব আয়

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে সদ্যবিদায়ী ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রার (৯৫১ কোটি টাকা) বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৯৭৯ কোটি টাকা।

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এ কে এম মাহবুবুর রহমান শনিবার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে ৯৫১ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে বন্ড কমিশনারেট,

চট্টগ্রাম ৯৭৯ কোটি টাকার রাজস্ব আয় করেছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ কোটি টাকা বেশি।

এর আগের অর্থবছরে ৬৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আয় ছিল ৮০১ কোটি টাকা।

২০২১-২২ অর্থবছরে পূর্ববর্তী বছরের চেয়ে ১৭৮ কোটি টাকা বেশি আয় হয়েছে। সেক্ষেত্রে প্রবৃদ্ধির হার ২২ দশমিক ২২ শতাংশ।

কমিশনার আরও জানান, ১ জুলাই ২০২১ থেকে ৩০ জুন, ২০২২ পর্যন্ত ৯১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের কাছ থেকে ২২০ কোটি ৬৫ লাখ টাকার মামলা করা হয়।

যার মধ্যে ২০৯ কোটি ২৬ লাখ টাকা আদায় করা হয়েছে। এছাড়া একই সময়ে ৫০টি প্রতিষ্ঠানের ৩ হাজার ১৪৮ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টি উদঘাটিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours