নিজস্ব প্রতিবেদকঃ
ক্ষুদে লেখক ও সাহিত্যিকদের উদ্বুদ্ধ করার জন্য সাহিত্যমেলায় আলাদা সেশন বরাদ্দ রাখতে হবে।
আগামী একুশে বইমেলার আগে সব জেলায় সাহিত্যমেলার আয়োজন করা হবে বলেও জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
শনিবার (২ জুলাই) গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে বাংলা একাডেমি আয়োজিত দুই দিনব্যাপী (২-৩ জুলাই)-
‘জেলা সাহিত্যমেলা ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
ক্ষুদে সাহিত্যিক ও শিক্ষার্থীদের সাহিত্যমেলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন-
সাহিত্যচর্চায় তাদের মধ্য থেকে আগামী দিনের লেখক, কবি-সাহিত্যিক বের হয়ে আসবে।
তিনি বলেন, আগামী অমর একুশে বইমেলার আগে দেশের ৬৪টি জেলায় জেলা সাহিত্যমেলার আয়োজন শেষ করা হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার আয়োজন করা হয়েছে।
+ There are no comments
Add yours