জাতীয় ভোক্তা অ‌ধিকারের অভিযান, ৬১ হাজার টাকা জরিমানা

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রাম: জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম এর বিভাগীয় ও জেলা কার্যালয় অভিযান পরিচালনা করেন। সকাল ১০টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ৭ প্র‌তিষ্ঠান‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় মোট ৬১ (একষ‌ট্টি হাজার টাকা) প্রশাস‌নিক জ‌রিমানা করা হ‌য়। অ‌ভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য, অননু‌মো‌দিত রং, হাই‌ড্রোজ, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ বিহীন কাটা ওষুধ ধ্বংস করা হয়।

আজ ৬ সে‌প্টেম্বর ২০২০ চট্টগ্রাম মহানগরীর বা‌য়ে‌জিদ ও আকবরশাহ্ থানা এলাকায় তদার‌কিমূলক এ কার্যক্রম প‌রিচা‌লিত হয়।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপপ‌রিচালক জনাব‌মোহাম্মদ ফ‌য়েজ উল্লাহ, সহকারী প‌রিচালক(‌মে‌ট্রো) জনাব পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।

অভিযানে বা‌য়ে‌জিদ থানার আ‌রে‌ফিন নগর এলাকার মক্কা স্টোর‌কে উৎপাদন মেয়াদ বিহীন পণ্য, অননু‌মো‌দিত রং, হাই‌ড্রোজ, তেলা‌পোকাযুক্ত ময়দা সংরক্ষণ করায় ১০ জ‌রিমানা ক‌রে এবং ব‌র্ণিত পণ্য ধ্বংস করা হয়। আলম মে‌ডিক‌্যল হল‌কে ঔষ‌ধের মূল‌্য ঘাষামাজা করায় ২ হাজার টাকা, জন‌সেবা মে‌ডি‌সিন সেন্টার‌কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় ৩ টাকা, সেইফ জোন মে‌ডি‌সিন‌কে অননু‌মো‌দিত যৌন উ‌ত্তেজক ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় ২০ টাকা, জ‌রিমানা ক‌রে ব‌র্ণিত ঔষধ ধ্বংস করা হয়।

আরেফিন নগর কাঁচা বাজারের খন্দকার স্টোরকে প্যাকেটজাত মসলাতে মেয়াদ, উৎপাদন তারিখ ইত্যাদি উল্লেখ না থাকা এবং নিত্যপ‌ণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ৩ হাহার টাকা জ‌রিমানা ক‌রে সতর্ক করা হয়। এছাড়াও মায়ের দোয়া সততা স্টোরকে অননুমোদিত রং রাখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আকবরশাহ থানার ফকির হাটের সিরাজ স্টোরকে মেয়াদোত্তীর্ণ দই, বিস্কুট সংরক্ষণ করা এবং জন্মদিনের কেক, মিষ্টি ইত্যাদিতে উৎপাদন তারিখ, মেয়াদ উল্লেখ না থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং উক্ত পণ্য ধ্বংস করা হয়। স‌লিমপুর এলাকার ইসলাম ফা‌র্মেসি‌কে মেয়াদ বিহীন কাটা ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে বর্ণিত ঔষধ ধ্বংস করা হয়।

 

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours