ইসির সঙ্গে বৈঠকে ১৪ দেশের প্রতিনিধি

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সংগঠনটির ১৪ জন প্রতিনিধি উপস্থিতিতে রোববার (৩ জুলাই) বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান-

ওইসিডি প্রতিনিধিরা ইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন।

১৫ সদস্যের প্রতিনিধি দল আসার কথা থাকলেও বৈঠকে উপস্থিত রয়েছেন ১৪ জন।

বৈঠকে যেসব দেশের প্রতিনিধি উপস্থিত রয়েছেন

  • ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন
  • যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস
  • কানাডার হাই কমিশনার লিলি নিকোলস
  • ডেনমার্কের রাষ্ট্রদূত উ ইনি ইস্ট্রুপ পিটারসেন
  • ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি
  • ফ্রান্সের সহকারী রাষ্ট্রদূত গুইলাম অড্রেন ডি কেরড্রেল
  • জার্মানির রাষ্ট্রদূত আছিম ট্রস্টার
  • ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা
  • নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন
  • নরওয়ের রাষ্ট্রদূত এসপেন
  • স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিটেজ সালাস
  • সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড
  • তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তোরান
  • জাপানের ডেপুটি হেড অব মিশন ইয়ামায়া হিরোয়ুকি

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours