অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের চিড়িয়াখানায় ১৪ বছর বয়সী একটি বাঘ মারা গেছে।
গত রোববার কলম্বাস চিড়িয়াখানায় বাঘটির মৃত্যু হয়।
করোনার কারণেই তার মৃত্যুর হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জুপিটার নামের এই বাঘটি প্রথমে করোনা শনাক্ত হয়।
করোনা থেকে নিউমোনিয়া হয়েছিল বাঘটির।
চিড়িয়াখানার এক বিবৃতিতে বলা হয়েছে-
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা করা হচ্ছিল বাঘটির।
এর ফলে ভাইরাসের হানায় সে আরো কাবু হয়ে পড়ে। ভাইরাসও সহজেই হানা দিয়েছিল তার শরীরে।
এছাড়া গত বছরের অক্টোবরে হনলুলুর চিড়িয়াখানায় করোনা সংক্রমণে একটি সিংহের মৃত্যু হয়। নভেম্বর মাসে নেব্রেস্কা চিড়িয়াখানায় তিনটি তুষারচিতার মৃত্যুর হয় কোভিড সংক্রান্ত জটিলতায়।
+ There are no comments
Add yours