দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার বলেছেন, গত ১০-১২ বছরে দেশে হরতাল হয়নি, গাড়ি ভাঙচুর হয়নি। সব ইস্যু জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করেছি।
মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর হোটেল ওয়েস্টিনে পোশাক শিল্পের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন রূপকল্পের ঘোষণা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
শিরীন শারমিন বলেন, আমরা নিজের অর্থে পদ্মা সেতু তৈরি করেছি, এটা বড় সক্ষমতা ও আত্মমর্যাদার।
পরিবর্তনকে আমরা কখনই পরিবর্তন করতে পারিনা উল্লেখ করে স্পিকার বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে এসডিজির বাইরে যাওয়ার কোনো বিকল্প নেই।
+ There are no comments
Add yours