বরিশালে চেকপোস্টে চোর ধরা না পড়ায় ১৪ পুলিশকে অব্যাহতি

Estimated read time 1 min read
Ad1

বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি করে দুটি থানার চেকপোস্ট পার হলেও চোর ধরা না পড়ায় দায়িত্বরত ১৪ পুলিশ সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া ঘটনা তদন্তে কাজ শুরু করেছে ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তদন্তে গাফিলতি প্রমাণিত হলে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে জানিয়েছেন বরিশালের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন।

গত ২ জুন (বৃহস্পতিবার) রাত ৩টা ২০ মিনিটে-

বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের গ্যারেজে থাকা ইয়ামাহা এফজেড ভার্সন-২ মডেলের একটি মোটরসাইকেল চুরি হয়।

বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আকতারুজ্জামান জানিয়েছেন, ঘটনা তদন্তে প্রাথমিকভাবে মনে হয়েছে টহল টিম দায়িত্বে অবহেলা করেছে।

এ জন্য ওই রাতে যারা দায়িত্ব পালন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া ১৪ জনের মধ্যে গৌরনদী মডেল থানার উপ পরিদর্শক আব্দুল গাফফার হোসেন, উপ-পরিদর্শক ছগির মিয়া,

সহকারী উপ-পরিদর্শক সোহরাব হোসেন, কনস্টেবল ইকবাল, কামাল, মুরছালিন, নয়ন, অমৃত, মেহেদী ও ড্রাইভার (কনস্টেবল) আব্দুল হক রানা।

এ ছাড়া উজিরপুর উপজেলার চারজন হলেন উপ-পরিদর্শক জিয়াউল হায়দার, কনস্টেবল রবিউল ইসলাম, সোহেল রানা ও ইমরান হোসেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours