চট্টগ্রামের রাউজানে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে আলমগীর তালুকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
রাগে স্ত্রীকে চিকন একটি লাঠি দিয়ে হাতে ও পায়ে দু’বার পেটানোর কথা স্বীকার করেছেন আলমগীর।
পেটানোর অভিযোগ স্বীকার করলেও যৌতুকের বিষয়টি এড়িয়ে গিয়ে আলমগীর বলছেন-
পদ্মা সেতুর টোলের আয়ের হিসাব শেখাতে গিয়ে স্ত্রীকে দু’টি ‘বাড়ি’ দিয়েছেন তিনি।
আলমগীর তালুকদার খবর বাংলাকে বলেন, কৌতূহলবশত স্ত্রী তাওহিদুন্নেসাকে পদ্মা সেতুর উদ্বোধনের পর আদায়কৃত টোলের টাকার ওপর ভিত্তি করে পুরো বছর আয় কত হবে তা বের করতে বলেছিলাম। কিন্তু সে কোনো হিসাব করতে পারেনি। অথচ বিয়ের সময় তার পরিবার বলেছে সে আলিম পাস।
২৬ জুন ঘটনাটি ঘটেছে। এ বিষয় নিয়ে আলমগীর এখন উল্টো অভিযোগ করছেন, তার শ্বশুর ঘটনাটিকে অন্য দিকে নেওয়ার চেষ্টা করছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন খবর বাংলাকে বলেন, তাওহিদুন্নেসাকে নির্যাতনের বিষয়ে কেউ অভিযোগ করেনি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours