দেশের দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ৬৯ পেরিয়ে ৭০ বছরে পদার্পণ করেছে।
এবারের উদযাপন অনেকটা সাদাকালো আয়োজনে শেষ হচ্ছে। প্রতিষ্ঠা দিবসকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে নেই আলোকসজ্জা কিংবা বড় কোনো আয়োজন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে চলমান বন্যা পরিস্থিতি, বিদ্যুৎ সংকট আর করোনার প্রকোপ বাড়ায় এবারের আয়োজন শিথিল রাখা হয়েছে।
আলোকসজ্জা ও বর্ণাঢ্য অনুষ্ঠান না থাকায় কিছু শিক্ষার্থীর ক্ষোভ থাকলেও সমর্থন জানিয়েছেন অন্যান্য শিক্ষার্থীরা।
তারা বলেন, নিশ্চয়ই এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
+ There are no comments
Add yours