চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫৯ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে বিভাগীয় কমিশনার গঠিত তদন্ত কমিটি।
তদন্তে মালিকপক্ষসহ তদারকি সংস্থাগুলোর গাফিলতির প্রমাণ পাওয়া গেছে।
বুধবার (৬ জুলাই) বিকেলে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। এ বিষয়ে মিজানুর রহমান স্থানীয় সাংবাদিকদের বলেন, তদন্ত করতে গিয়ে কমিটি ফায়ার সার্ভিস, ডিপো কর্মকর্তা ও বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে।
প্রাথমিকভাবে দেখা গেছে, যেসব কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেগুলো রপ্তানির জন্য সিলড করা হাইড্রোজেন পারঅক্সাইড বোঝাই ছিল।
তদন্ত কমিটির প্রধান বলেন, বিএম ডিপোর নমুনা সিআইডির ল্যাবসহ তিনটি ল্যাবে পরীক্ষা করে দেখেছি।
সবকিছু পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ না পাওয়াসহ কিছু সীমাবদ্ধতা ছিল তদন্ত কার্যক্রমে।
অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকপক্ষের দায় রয়েছে কি না জানতে চাইলে জবাবে তদন্ত কমিটির প্রধান বলেন-
আমার ঘরে আগুন লাগলে দায়টা আমারই বেশি। কিন্তু আশপাশে প্রতিবেশী যারা আছেন তাদেরও দায় আছে।
তদারকি সংস্থার দায় আছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সবারই দায় আছে।
তদন্ত কমিটিকে প্রথমে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও পরে সময় বাড়ানো হয়। কমিটি এক মাস সময় নিয়ে আজ (বুধবার) প্রতিবেদন জমা দিয়েছে।
+ There are no comments
Add yours