ঈদুল আজহার ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ ছিল সরকারের। সরকারি সেই নির্দেশ মানেনি ৪৩ শতাংশ কারখানা।
এতে ঈদের আগে বেতন-বোনাস না পেয়ে চরম বিপাকে পড়েছেন এসব কারখানার কয়েক হাজার শ্রমিক।
বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার ঈদের আগের শেষ কর্মদিবস পর্যন্ত ৪৩ শতাংশেরও বেশি কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করেনি।
এছাড়া বোনাসও দেয়নি ১৫ শতাংশ কারখানা।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত ৮ হাজার ৯৯৫টি কারখানার মধ্যে ৫ হাজার ৮৮টি কারখানা বেতন পরিশোধ করেছে। যা শতাংশের হিসেবে দাঁড়ায় ৫৬ দশমিক ৫৬ শতাংশ। বাকি ৩ হাজার ৯০৭টি (৪৩ দশমিক ৪৪ শতাংশ) কারখানা এখন বেতন পরিশোধ করেনি। এছাড়া বোনাস দেয়নি ১৫ শতাংশ কারখানা। মোট কারখানার (৮ হাজার ৯৯৫টি) মধ্যে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যভুক্ত কারখানার সংখ্যা ২ হাজার ২৪টি। এসব প্রতিষ্ঠান এরই মধ্যে শতভাগ বেতন ও বোনাস পরিশোধ করেছে বলে দাবি করেছে বিজিএমইএ।
+ There are no comments
Add yours