ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে দেশ রূপান্তর পত্রিকার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রলীল দেব শর্মার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওমর ফারুক আসিফ এ নোটিশ পাঠান।
অভিযুক্তরা হলেনঃ
দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব
প্রকাশক মাহির আলী খান রাতুল
সংশ্লিষ্ট প্রতিবেদক পাভেল হায়দার চৌধুরী
নোটিশে বলা হয়, এরূপ মিথ্যা, বানোয়াট ও অসত্য তথ্য লিখন, প্রেরণ, প্রচার ও প্রকাশ করে দেওয়ানি, ফৌজদারি ও ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছেন বিধায় নোটিশ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে ভুল স্বীকার করে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করবেন এবং তা প্রচার ও প্রকাশ করবেন। অন্যথায় দেশের প্রচলিত আইনে দেওয়ানি, ফৌজদারি ও ডিজিটাল নিরাপত্তা আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৬ জুলাই ‘ছাত্রলীগের পদ কোটি টাকা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে দেশ রূপান্তর।
+ There are no comments
Add yours