জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

Estimated read time 1 min read
Ad1

বাংলা সিনেমা ও নাটকের বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। শুক্রবার (৮ জুলাই) সকালে মারা গেছেন তিনি।

অভিনেত্রীর মৃত্যুর খবরটি খবর বাংলাকে নিশ্চিত করেছেন তার বোন মিতু। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

জানা গেছে, শুক্রবার ভোরে শর্মিলী আহমেদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে উত্তরার বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়।

সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া টিভি নাটকের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শর্মিলী আহমেদ ক্যানসারে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

শর্মিলী আহমেদের বোন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি জানিয়েছেন, তার বোনের জানাজা জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর মসজিদ প্রাঙ্গণে। এরপর তার মরদেহ রাখা হবে উত্তরার বাসায়। সেখানে ঘণ্টা দুয়েক রাখা হবে আত্মীয়-স্বজনদের দেখার জন্য।

বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হবে শর্মিলী আহমেদকে। স্বামী রকিবউদ্দিন আহমেদের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন বোন জলি।

১৯৬২ সালে শুরু হয়েছিল শর্মিলী আহমেদের রেডিওতে অভিনয়ের ক্যারিয়ার। এরপর ১৯৬৪ সালে তিনি সিনেমায় অভিনয় শুরু করেন।

তাকে মায়ের ভূমিকায় সর্বপ্রথম দেখা গিয়েছিল ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত ‘আগুন’ নাটকে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours