খ্যাতিমান অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন-
৫০ বছরে বিভিন্ন সময়ে রাজনৈতিক সংকট কিংবা প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও বাংলাদেশ অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে।
অনেক ধরনের চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সক্ষমতার বিচারে প্রতিবেশী অনেক রাষ্ট্র থেকে এগিয়ে গেছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) পূর্ব লন্ডনের রেডব্রিজ টাউন হলে বাংলাদেশ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
“ধ্বংসস্তুপ থেকে সমৃদ্ধির পথে: অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ”– শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ড. আতিউর রহমান।
রেডব্রিজ কাউন্সিলের মেয়র থাবাথুরায় জয়ারঞ্জন তার সমাপনী বক্তব্যে বাংলাদেশের গত ৫০ বছরের অর্জনকে ‘অসামান্য’ অভিহিত করেন। সেমিনারের শেষ পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন কমিউনিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক, রাজনীতিবিদ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
+ There are no comments
Add yours