উপজেলায় ইউএনও’র পাশাপাশি এসিল্যান্ডদের ও নিরাপত্তা প্রয়োজন

Estimated read time 1 min read
Ad1

এম হেলাল উদ্দিন নিরব
— চট্টগ্রাম

দেশের প্রতিটা উপজেলা পর্যায়ে সরকারের সমন্বয়কারী হিসেবে কাজ করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর পাশাপাশি সহকারী কমিশনার(ভূমি)এসিল্যান্ড উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচালনা।

তারা বিভিন্ন সময় মাঠ পর্যায়ে সরকারের রুটিন কাজের পাশাপাশি ঝুঁকি নিয়ে এসিল্যান্ডদের কাজ করতে হয়।এসব কাজের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা, জঙ্গী ও সন্ত্রাস দমন, এলাকার অনেক আবাদী কৃষি জমি খনন করে পুকুর খনন কাজ বন্ধ,অবৈধ দখলদার উচ্ছেদ, অবৈধ বালুর ডেজার জব্দ, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি বন্ধ ,বাল্য বিবাহ রোধ করে উপজেলার অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে এবং নদী ভাঙ্গন হতে রক্ষা করে থাকেন এর ফলে স্থানীয় পর্যায়ে স্বার্থন্বেষী মহল তাদের ওপর অসন্তুষ্ট হয়। এ নিয়ে বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনা ও ঘটে।উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা- ইউএনও এবং এসিল্যান্ডরা চ্যালেঞ্জমূলক কাজে মাঠে থাকতে হয় তাদের।

সম্প্রতি দিনাজপুর ঘোরাঘাট উপজেলায় নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের ওপর হামলার পর দেশের সব নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় আনসার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিশেষ সূত্রে জানা যায়, সারা দেশের উপজেলাতে ও আনসার মোতায়েন শুরু হয়েছে। আপাতত চার জন করে সশস্ত্র আনসার নিয়োগ দেওয়া হবে।তাই ইউএনওদের পাশাপাশি এসিল্যান্ডদের নিরাপত্তা প্রয়োজন বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা তারা বলেন,জেলা প্রশাসকদের নেতৃত্বে সরাসরি মাঠে সকল কাজগুলো করে থাকেন ইউএনও,সহকারী কমিশনার(ভূমি) এসিল্যান্ড রা।ইউএনও ও এসিল্যান্ড গন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে আইনশৃঙ্খলা ও সকল সামাজিক সকল নিরাপত্তা নিশ্চিত করতে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকেন। যে কারণে অনেক সময় নেওয়া সিদ্ধান্ত স্বার্থান্বেষী মহল অসন্তুষ্ট হয়।

অনেক সময় সরকারি সিদ্ধান্ত নিতে গিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথেও সৃষ্টি হয় সমস্যা। দীর্ঘদিন থেকে তাদের জীবনের ঝুঁকির কথা চিন্তা করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউএনওদের পাশাপাশি অবশ্যই এসিল্যান্ডদের নিরাপত্তা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours