রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহগামী বাসের ভাড়া বছরের অন্যান্য সময় থাকে ২০০ থেকে ২৫০ টাকা।
কিন্তু যখন মানুষ শত ভোগান্তি উপেক্ষা করে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি যাচ্ছে তখনই ২৫০ টাকার ভাড়া বাড়িয়ে করা হয়েছে ১০০০ টাকা।
শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে রাজধানীর অন্যান্য বাস টার্মিনালের মতো মহাখালী বাস টার্মিনালেও উপচে পড়া ছিল ঈদ যাত্রার যাত্রীদের।
সকাল থেকে তারা কাউন্টারের সামনে ভিড় করছিলেন। কিন্তু যানজটের কারণে বাসগুলো রাস্তায় আটকা পড়ায় তারা টিকিট বিক্রি করছিল না।
এক একটি করে বাস যখন এসে মহাখালী পৌঁছাচ্ছে তখনই কেবল সেই বাসের রানিং টিকিট বিক্রি করা হচ্ছিল কাউন্টার থেকে।
শ্রমিকরা পরিবহন সংকটে বেছে নিয়েছেন ট্রাক। তীব্র রোদের মধ্যে ট্রাকে দাঁড়িয়ে থেকে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি রওনা দিয়েছেন তারা।
এছাড়া বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দেখা গেছে-
নিম্ন আয়ের মানুষজন বাসে চার গুণ বাড়তি ভাড়া ও বাস না পেয়ে বিকল্প হিসেবে খোলা ট্রাক, পিকআপ ভ্যানযোগে পরিবারের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন বাড়ি। অনেকে পরিবহনের আশায় সড়কে দাঁড়িয়ে আছেন এখনো। এদিকে দিনভর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৩০ কিলোমিটার এলাকায় পরিবহন থেমে থেমে চলাচল করছে। এতে কোথাও যানজট কোথাও ধীরগতিতে চলাচল করছে পরিবহনগুলো। বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকায় পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছিল।
+ There are no comments
Add yours