জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
শুক্রবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনা করে শনিবার বিশেষ প্রার্থনারও আয়োজন করা হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে শিনজো আবেকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে বলা হয়-
৯ জুলাই (শনিবার) বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
শুক্রবার (৮ জুলাই) সকালে জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় শিনজো আবেকে একজন বন্দুকধারী পেছন থেকে গুলি করে।
চিকিৎসকদের ৫ ঘণ্টা চেষ্টার পরেও তাকে বাঁচানো যায়নি।
+ There are no comments
Add yours