চবিতে ভর্তির সময়সূচি প্রকাশ : আসনপ্রতি প্রার্থী ৩৪ জন

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন আবেদন করেছেন ১ লাখ ৬৯ হাজার ১০৪ জন।

সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৪ জন শিক্ষার্থী। আবেদনের শেষ তারিখ ৩ জুলাই হলেও তা বাড়িয়ে ৮ জুলাই পর্যন্ত করা হয়েছে।

৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৬৯ হাজার ১০৪ জন শিক্ষার্থী।

যেখানে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চূড়ান্ত আবেদন করেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী।

চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের মধ্যে-

‘এ’ ইউনিটে ৫৯ হাজার ৯৫১ জন

‘বি’ ইউনিটে ৩৯ হাজার ৩৭৫ জন

‘সি’ ইউনিটে ১১ হাজার ৬৫৭ জন

‘ডি’ ইউনিটে ৪২ হাজার ৭৭৫ জন

উপ ইউনিট বি-১ এ- ৩ হাজার ৪৯৬ জন

ডি-১ এ- ৩ হাজার ৮৫০ জন 

ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে ১৫ জুন। সব ইউনিট মিলে মোট ১ লাখ ৬৯ হাজার ১০৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

পরীক্ষার সময়সূচি :

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা ১৬ ও ১৭ আগস্ট 

ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৯ আগস্ট

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ২০ ও ২১ আগস্ট

সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট

সর্বশেষ বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা ২৪ আগস্ট

বিভাগ পরিবর্তনের সুযোগ : এবারও শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের সুযোগ দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

ভর্তি পরীক্ষায় মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের ভর্তিচ্ছুরা যোগ্যতা অনুযায়ী বিভাগ পরিবর্তন করতে পারবেন।

এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours