আন্তর্জাতিক খবর ডেস্ক:
বেলারুশে প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাসেঙ্কো বিরোধী নতুন বিক্ষোভে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশ বেলারুশ।
রোববার (৭ সেপ্টেম্বর) নিরাপত্তাবাহিনীর ব্যাপক উপস্থিতি উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাজধানী মিনস্কে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন।
আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সামগ্রী নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিনস্কে দাঙ্গা পুলিশও মোতায়েন করা হয়েছে।
এদিকে নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি উপেক্ষা করে হাজারও মানুষ আন্দোলন করছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজনের আহত হওয়ার খবরও পাওয়া গেছে। এছাড়া পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীদের আটক করেছে।
প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাসেঙ্কোর পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন দেশটির হাজার হাজার মানুষ। এক মাস আগে দেশটির নির্বাচনে ব্যাপক জালিয়াতি করে লুকাসেঙ্কো পুনরায় নির্বাচিত হয়েছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এই নির্বাচন বাতিলের দাবিতে সারাদেশে আন্দোলন শুরু হয়।
বিরোধী দলীয় নেতা-কর্মীদের দমনের অভিযোগ উঠেছে দেশটির সরকারের বিরুদ্ধে। গত মাসের নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে আন্দোলন, বিক্ষোভ-সহিংসতায় অন্তত চারজনের প্রাণহানি ও আরও শত শত মানুষ আহত হয়েছেন।
সরকারি দমন-পীড়নের মুখে বিরোধীদলীয় অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন। শনিবার দেশটির মানবাধিকার কর্মী ওলগা কোভালকোভা কারাবন্দির হুমকির মুখে প্রতিবেশি পোলান্ডে আশ্রয় নিয়েছেন।
১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাসেঙ্কো। দেশটির অভ্যন্তরীণ সঙ্কটে পশ্চিমা বিশ্বের হস্তক্ষেপের অভিযোগ করেছেন তিনি। মানবাধিকার কর্মী এবং পর্যবেক্ষকরা বলছেন, শান্তিপূর্ণ পদযাত্রা কঠোর নিপীড়নের মাধ্যমে দমন করছে দেশটির দাঙ্গা পুলিশ।
কেবি/নিরব/ চ/আ
+ There are no comments
Add yours