চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৭৫ শতাংশ।
চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে ৬টি ল্যাবে ১৪৫টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (১১ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এর মধ্যে ৩১ জন নগরের বাসিন্দা। বাকি দুই জন মিরসরাইয়ে বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৭৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৮৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
+ There are no comments
Add yours